শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পিছিয়ে গেল রাগীব আলীর মামলার রায়ের তারিখ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পিছিয়ে গেল রাগীব আলীর মামলার রায়ের তারিখ

সিলেটের তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিতে প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণ করে হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় রাগীব আলীসহ ছয় আসামির বিরুদ্ধে দায়ের মামলার রায়ের তারিখ পিছিয়েছে। উচ্চ আদালতের নির্দেশে আগামী ১৫ মার্চ পর্যন্ত মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে দিয়েছে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালত।

বৃহস্পতিবার দুপুরে আদালত আত্মসাৎ মামলায় রায় রবিবার ঘোষণার তারিখ ধার্য করে। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় একই আদালত রায় ঘোষণার তারিখ স্থগিত করে।

আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, গত বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় প্রদানের জন্য রবিবার তারিখ ধার্য করে। তবে সন্ধ্যায় উচ্চ আদালতের নির্দেশনাসুরে রায় ঘোষণা স্থগিত করা হয়।

তিনি আরও জানান, রাগীব আলীর ছেলে আবদুল হাইকে ‘মানসিকভাবে অসুস্থ’ উল্লেখ করে উচ্চ আদালতে ইউসুফ খান নামের এক ব্যক্তি রায় ঘোষণা স্থগিত রাখার আবেদন জানান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত দুই সপ্তাহের জন্য রায় ঘোষণা স্থগিত রাখার নির্দেশ দেয়। সে নির্দেশনা ফ্যাক্সযোগে সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতে পৌঁছার পর বিচারক ১৫ মার্চ পর্যন্ত রায় ঘোষণা স্থগিত করেন। এ সময়ের মধ্যে রাগীব আলীর ছেলের মানসিক অসুস্থতার পরীক্ষা করানো হবে। প্রসঙ্গত, ১৯৯০ সালে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তি দখল করেন রাগীব আলী।

 

সর্বশেষ খবর