শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
স্মরণসভায় বক্তারা

কর্মের মাঝে আজীবন বেঁচে থাকবেন যাকারিয়া

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

কর্মের মাঝে আজীবন বেঁচে থাকবেন যাকারিয়া

প্রয়াত আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার বই হাতে অতিথিরা —বাংলাদেশ প্রতিদিন

প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, ধর্মতত্ত্বসহ জ্ঞানের সব শাখায় আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার অবাধ বিচরণ ছিল। তিনি আমৃত্যু প্রাচীন বঙ্গ নিয়ে গবেষণা করেছেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল শ্রেণিকক্ষে আয়োজিত এক স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। আ ক ম যাকারিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার স্থাপত্যবিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি এর আয়োজন করে। এ ছাড়া উপাচার্য অফিসসংলগ্ন চত্বরে তার আলোকচিত্র ও গ্রন্থের প্রদর্শনী হয়।

স্মরণসভায় বক্তব্য দেন ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান প্রমুখ।

সর্বশেষ খবর