মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাজনীতির পথ খুব পিচ্ছিল : এরশাদ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতির পথ খুব পিচ্ছিল : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ‘রাজনীতির পথকে খুব পিচ্ছিল’ উল্লেখ করে বলেছেন, ‘আমি সৈনিক ছিলাম, রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করেছি। কিন্তু এ পথ খুব পিচ্ছিল, আঁকাবাঁকা। সৈনিকরা আঁকাবাঁকা পথে চলতে পারে না।’

তিনি গতকাল রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা মিলনায়তনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা রচিত ‘বাংলাদেশের রাজনীতি ১৯০৫ থেকে ২০১৬’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এরশাদ বলেন, সাহিদুর রহমান টেপার বইটি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করলে শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারত। তিনি আরও বলেন, ‘আমরা বীরের জাতি। একবার ব্রিটিশদের বিরুদ্ধে, আরেকবার পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। ভাষার জন্য বায়ান্ন সালে রক্ত দিয়েছি। আমরা পরাধীন জাতি নই। আমাদের ইতিহাস বিরল। বাঙালি সাহসী জাতি।’ ‘শিক্ষাব্যবস্থার পরিবর্তন প্রয়োজন’ উল্লেখ করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, বর্তমানে শিক্ষার্থীদের জ্ঞান সিলেবাসসূচির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। এখন ভালোমানের পড়ালেখা হয় না।

সর্বশেষ খবর