মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
দাখিলের প্রশ্নফাঁস

২৪ জনের নামে মামলা গ্রেফতারকৃতরা জেলে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

২৪ জনের নামে মামলা গ্রেফতারকৃতরা জেলে

বরিশালের বাকেরগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্নফাঁস করে সংলগ্ন একটি বাড়িতে বসে উত্তরপত্র তৈরির অভিযোগে মামলা করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের এসআই তুষার মণ্ডল বাদী হয়ে রবিবার রাতে ১২ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা করেন। এদিকে, প্রশ্নসহ আটক ছয়জন এবং ওইদিনই আটক আরও পাঁচজনসহ মোট ১১ জনকে গতকাল আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে অধিকতর তদন্তের স্বার্থে আরও জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছেন মামলা তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জহির। মামলার অভিযোগ প্রমাণ হলে আসামিদের সর্বোচ্চ ৪ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্বদানকারী জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহাবউদ্দিন কবির।  তিনি জানান, এই মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করবে পুলিশ। উল্লেখ্য, রবিবার সকাল সোয়া ৯টায় বাকেরগঞ্জের ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা শুরুর আগে কেন্দ্র সচিবের সহায়তার নৈর্ব্যত্তিক ও লিখিত পরীক্ষার প্রশ্নফাঁস করে শিক্ষকদের একটি চক্র। পরে তারা সংলগ্ন একটি বাড়িতে বসে উত্তরপত্র তৈরির সময় তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। একই প্রক্রিয়ায় প্রশ্নফাঁস করে উত্তরপত্র তৈরি করে চাঁদার বিনিময়ে দায়িত্বরত শিক্ষকরা পরীক্ষার্থীদের সরবরাহ করত বলে পুূলিশ জানিয়েছে।

সর্বশেষ খবর