বুধবার, ১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

চীনকে উন্নয়নের ভিন্ন পরামর্শ ইউনূসের

নিজস্ব প্রতিবেদক

চীনকে উন্নয়নের ভিন্ন পরামর্শ ইউনূসের

অল্প কিছু লোকের হাতে সম্পদ কেন্দ্রীকরণ এড়াতে চীনকে উন্নয়নের ভিন্ন পথ অনুসরণের পরামর্শ দিলেন শান্তিতে নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। রাজধানীর ইউনূস সেন্টার গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বেইজিং সফরে গিয়ে এই অর্থনীতিবিদ চাইনিজ অ্যাসোসিয়েশন অব মাইক্রোফাইন্যান্স, গ্রামীণ চায়না ও চায়না অ্যালায়েন্স অব সোশ্যাল ভ্যালু ইনভেস্টমেন্ট আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দেন।

তিনি বলেন, একটি উদীয়মান  অর্থনীতি হিসেবে চীন অন্যান্য পুঁজিবাদী দেশের চেয়ে উন্নয়নের ভিন্ন পথ অনুসরণ করতে পারে। সেসব দেশে সম্পদ কেন্দ্রীকরণ ও ধনী-দরিদ্রের সম্পদের বৈষম্য মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। এক্ষেত্রে ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা একটি অধিকতর সমতাভিত্তিক অর্থনীতি ও সমাজ নির্মাণে সহায়তা করতে পারে।

সর্বশেষ খবর