বুধবার, ১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

জালিয়াতি মামলায় সাত বছর জেল শিক্ষিকার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলার রায়ে রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষক শিরিন সুুফিয়া খাতুনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রাজশাহী মহানগর দায়রা জজ আদালত-১ এর বিচারক মাহমুদুল হাসান নাজির গতকাল এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগোড়ায় উপস্থিত ছিলেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর বিশ্বজিত রায় জানান, শিরিন সুফিয়া খাতুনের বিরুদ্ধে তার ভাই ওবাইদুল মুক্তাদির চেক জালিয়াতির অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় তাকে সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

সর্বশেষ খবর