বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই স্থগিতাদেশের প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম স্থগিত করা হয়েছে। উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) স্থগিতাদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। জামুকার মহাপরিচালক পুণ্যব্রত চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, হাই কোর্ট স্থগিতাদেশ দেওয়ার আগে কিছু কমিটি তাদের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করেছে। তাদের প্রতিবেদন জামুকার হাতে। এসব প্রতিবেদন আপাতত ফাইলবন্দী থাকবে। আদালতের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করবে ভবিষ্যৎ।

হাই কোর্ট ২৩ জানুয়ারি মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমের ওপর চার মাসের স্থগিতাদেশ দেয়। এ বিষয়ে অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেন, সারা দেশে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট। এ আদেশের পর আর কোনো যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা যাবে না। তবে স্থগিতাদেশের আগে যেসব কমিটি যাচাই-বাছাই করে প্রতিবেদন দিয়েছে বা যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করেছে তার ভবিষ্যৎ নির্ভর করছে আদালতের সিদ্ধান্তের ওপর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর