বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭ ০০:০০ টা
বাল্যবিবাহ আইন

অনুমোদন না করতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবে ৭০ সংগঠন

নিজস্ব প্রতিবেদক

বাল্যবিবাহ নিরোধ আইনে বিশেষ প্রেক্ষাপটে কম বয়সে বিয়ের সুযোগ রাখার বিধানটি অনুমোদন না করতে এবার রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবে ৭০টি নারী ও মানবাধিকার সংগঠন। সংগঠনগুলো এর আগে মেয়েদের ১৮ বছরের কম বয়সে বিয়ের বিধান রাখার আইন না করার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছিল। কিন্তু তারপরেও এ আইন পাস হওয়ায় এবার শেষ চেষ্টায় সংগঠনগুলো রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে বলে জানা গেছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, আমাদের আপত্তির মধ্যেও সরকার আইনটি পাস করেছে। কিন্তু আমাদের এখনো প্রত্যাশার জায়গা আছে। আমরা রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেব, তিনি যেন এই আইনে স্বাক্ষর না করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর