শুক্রবার, ৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

পাট কেনার নামে ১০২ কোটি টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সোনালী ব্যাংক খুলনা করপোরেট শাখায় সিসি প্লেজ ঋণের (ক্যাশ ক্রেডিট) প্রায় ১০২ কোটি টাকার পাটের ঘাটতি ধরা পড়েছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ১৮টি প্রতিষ্ঠান পাট না কিনে ওই টাকা আত্মসাৎ করেছে। এর সঙ্গে ব্যাংকের কর্মকর্তারাও জড়িত রয়েছেন। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ‘আইটেম অডিটে’ পাটের এই ঘাটতি ধরা পড়ে বলে জানা গেছে। ব্যাংক সূত্রে জানা গেছে, গত অর্থবছরে সোনালী ব্যাংক খুলনা করপোরেট শাখা থেকে কাঁচা পাট কেনার জন্য ১৮টি প্রতিষ্ঠানকে প্রায় ১১০ কোটি টাকা সিসি প্লেজ ঋণ দেওয়া হয়। শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানের গোডাউনে পাট মজুদের বিপরীতে গ্রহীতারা এই ঋণ নেন। কিন্তু ব্যাংকের প্রধান কার্যালয়ের নিরীক্ষক দল সম্প্রতি এসব প্রতিষ্ঠানের গোডাউন পরিদর্শন করলে ব্যাংকের স্টক রেজিস্ট্রার অনুযায়ী প্রায় ১০২ কোটি টাকার পাটের ঘাটতি দেখা যায়।

সর্বশেষ খবর