রবিবার, ৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

উন্নয়নের জন্য যুগোপযোগী শিক্ষা অপরিহার্য

------------------- পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রথাগত শিক্ষা নয়, উন্নয়নের জন্য যুগোপযোগী শিক্ষা অপরিহার্য। জীবনে বড় হতে হলে লক্ষ্য স্থির করতে হবে, স্বপ্ন দেখতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, জ্ঞানী হতে হবে এবং মহৎ ও জ্ঞানীদের অনুসরণ করতে হবে। নিজেকে যোগ্য করে তৈরি করতে পারলে অভাবনীয় সফলতা অর্জন সম্ভব। যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হতে পারলে চাকরি প্রার্থী নয় বরং চাকরি দাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা সম্ভব। গতকাল ঢাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ক্যাম্পাসে দিনব্যাপী ক্যারিয়ার মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর