বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

শিবচরে চিরনিদ্রায় শায়িত সান সম্পাদক আমির হোসেন

মাদারীপুর প্রতিনিধি

শিবচরে চিরনিদ্রায় শায়িত সান সম্পাদক আমির হোসেন

মাদারীপুরের শিবচরে রাষ্ট্রীয় মর্যাদায় চির নিদ্রায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা সাংবাদিক ও ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক আমির হোসেন। গতকাল বিকালে উপজেলার ভাণ্ডারিকান্দি ইউনিয়নের দক্ষিণ ক্রোকচর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তৃতীয় ও শেষ নামাজে জানাজার পর গার্ড অব অনার প্রদানের মাধ্যমে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মরহুমের নামাজে জানাজায় মাদারীপুর, শরীয়তপুর ও  শিবচর উপজেলা আওয়ামী লীগ, স্থানীয় সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এর আগে এই প্রথিতযশা সাংবাদিকের মরদেহ ঢাকা থেকে ক্রোকচর নিয়ে আসার পর তার ছেলেবেলার খেলার সাথী, রাজনৈতিক সহচর এবং অগণিত নারী পুরুষ কান্নায় ভেঙে পড়েন। দাফনের আগে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ রেজাউল করিম তালুকদার ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান আহমেদ, শিবচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও শিবচর প্রেস ক্লাবের সভাপতি একে এম নাসিরুল হক ও সাধারণ সম্পাদক প্রদ্যূত সরকারের নেতৃত্বে সাংবাদিকরা মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধা জানান। সম্পাদক আমির হোসেন গত সোমবার দুপুরে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবিবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। বিশিষ্ট এই সাংবাদিকের প্রথম জানাজা সোমবার তার কর্মস্থল বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কম্পাউন্ডে এবং দ্বিতীয় জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। পরে মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর