শনিবার, ১১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

দেশে আমদানি নির্ভরতা কমাতে হবে : আমু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, গাড়ি আমদানিতে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। আমদানি নির্ভরশীলতা কমিয়ে দেশেই উৎপাদন করতে পারলে আর্থিক সাশ্রয় হবে। বাড়বে অর্থনৈতিক সক্ষমতা। দেশেই গাড়ি ও মোটরসাইকেল উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে রপ্তানি করতে পারলে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। সেই লক্ষ্য বাস্তবায়ন করছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিজেদের টাকায় পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প বাস্তবায়ন করতে পারছে। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে পদ্মা সেতুর মতো শত শত স্থাপনা নিজেরাই তৈরি করতে পারব। গতকাল বরিশালে এটলাস-জংসেন ব্র্যান্ড মোটরসাইকেলের টেস্ট ড্রাইভ উদ্বোধন কালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন। এ সময় বিএসইসির চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর