সোমবার, ১৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

শিশু শ্যালক হত্যায় মৃত্যুদণ্ড বহাল দুই ভগ্নিপতির

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে শ্বশুরের সম্পত্তির জন্য আট বছর বয়সী শ্যালককে হত্যার ঘটনায় দুই ভগ্নিপতি সাহেব আলী ও মো. মুকুল হোসেনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট। এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়। এ মামলার আরেক আসামি মো. রাসেলের যাবজ্জীবন সাজা কমিয়ে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী এ এফ এম মেজবাহ উদ্দিন এবং এস এম মুবিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি  জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ। ২০১২ সালে এ মামলার রায়ে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল মাহফুজুর রহমান অলিকে হত্যার অভিযোগে সাহেব আলী ও মো. মুকুল হোসেনকে ফাঁসির আদেশ দেয়।

সর্বশেষ খবর