সোমবার, ১৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

মিষ্টির রসে মৃত ইঁদুর!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌরসভার নামার বাজার এলাকার অমলেন্দু সেন সুইটসের কারখানায় রাখা মিষ্টির রসে বড় আকারের মৃত ইঁদুর পাওয়া গেছে। এ সময়  প্রতিষ্ঠানের মালিক সুনির্মল সেন লিটনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন বলেন, অভিযানে দেখা যায়, অত্যন্ত নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হচ্ছে মিষ্টি। আর মিষ্টির রসের মধ্যে পড়ে মরে আছে বড় আকারের ইঁদুর। মিষ্টির রসের ওপর পোকামাকড়, গাছের পাতা ও মশা ভাসছে। ব্যবহার করা হচ্ছে কয়েক মাস আগের পুরনো রস। দেখে মনে হচ্ছিল রসের ওপর দুই ইঞ্চি পুরু ছত্রাক পড়ে আছে, দইয়ে নেই মেয়াদ, ফ্রিজে দই, মিষ্টি, মাছ রাখা হয়েছে একসঙ্গে, পোড়া কালো তেল দিয়েই বানানো হচ্ছে মিষ্টি। এসব অভিযোগে মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর