বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

অবশেষে ওসমানীতে বিদেশি বিমান

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ঘড়ির কাঁটায় তখন বিকাল ৩টা। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে ছুঁয়ে ১৪৭ জন যাত্রী নিয়ে সামনের দিকে এগিয়ে চলল দুবাই থেকে আসা বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। এই অবতরণের সঙ্গে সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর দাবি কিছুটা হলেও মিটল সিলেট প্রবাসীদের। ফ্লাই দুবাইয়ের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্বে থাকা রিজেন্ট এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানিয়েছেন এখন থেকে সপ্তাহে চার দিন সিলেট-দুবাই রুটে সরাসরি ফ্লাইট যাওয়া-আসা  করবে। তবে কিছুদিনের মধ্যে সপ্তাহে ছয় দিন ফ্লাইট চালু করা হবে। গতকাল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাই দুবাই এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। ১৯৯৮ সালের ২০ ডিসেম্বর আন্তর্জাতিক তকমা গায়ে লাগে ওসমানী বিমানবন্দরের। এর প্রায় ১৭ বছর পর, ২০১৫ সালের ১ এপ্রিল ওসমানীতে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করে।

সর্বশেষ খবর