শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

কেমিক্যাল ব্যবসায়ীদের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকায় গোডাউন উচ্ছেদের প্রতিবাদে গতকাল থেকে ধর্মঘট শুরু করেছে কেমিক্যাল ব্যবসায়ীরা। তাদের এ কর্মসূচি চলাকালে মিটফোর্ড ও লালবাগ এলাকার দু-একটি দোকান ছাড়া অধিকাংশই বন্ধ ছিল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পুরান ঢাকায় কেমিক্যাল ও রাসায়নিক দ্রব্যের গোডাউন উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনসহ বেশ কয়েকটি ব্যবসায়ী সংগঠন।

সূত্র জানায়, পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ অন্তত ৪০০ অবৈধ কেমিক্যাল কারখানা চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। যেগুলোর বেশির ভাগেরই ট্রেড লাইসেন্স নেই, কোনোটির আবার ফায়ার সার্ভিসের লাইসেন্স নেই, আবার কোনোটির ট্রেড লাইসেন্স থাকলেও মেয়াদ শেষ।

সর্বশেষ খবর