রবিবার, ১৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আমি বুলডোজার ম্যান : মেয়র আনিস

নিজস্ব প্রতিবেদক

‘অবৈধ স্থাপনা সরিয়ে ঢাকাকে পরিচ্ছন্ন নগরী করার জন্য মেয়রের দায়িত্ব গ্রহণের দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি। আমি মেয়রের দায়িত্বের জায়গা থেকে সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষকে অবৈধ স্থাপনা সরাতে বার বার চিঠি দিয়েছি। কেউ যদি ফুটপাথ দখল করে ক্ষমতার জোর দেখাতে আসেন তাহলে বুলডোজার দিয়ে ওইসব স্থাপনা ভেঙে দেওয়া হবে। এর প্রমাণ দিয়েছি। এ জায়গা থেকে বিচার করলে আই অ্যাম এ বুলডোজারম্যান।’ গতকাল গুলশান লেক পার্কে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন এবং সনদ বিতরণ অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এ কথা বলেন। রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশানকে পরিচ্ছন্ন রাখতে গুলশান সোসাইটির উদ্যোগে ১০০ পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এদের বেতন-ভাতা ও কাজের তদারকির দায়িত্বে থাকবে গুলশান সোসাইটি। গুলশান সোসাইটির মহাসচিব ব্যারিস্টার ওমর সাদাতের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা। এ ছাড়া অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন রাজউক চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী, ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আবদুর রাজ্জাক, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া প্রমুখ।

সর্বশেষ খবর