সোমবার, ৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কারিগরি বোর্ডে ফল পুনঃনিরীক্ষণ করতে গিয়ে বিপাকে শিক্ষার্থী

আবেদন করতে হচ্ছে সনাতন পদ্ধতিতে

আকতারুজ্জামান

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষার বিভিন্ন পর্বের ফল প্রকাশিত হয়েছে গত ২৮ মার্চ। প্রকাশিত ফলে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের আগামী ১১ এপ্রিলের মধ্যে পুনঃনিরীক্ষণের আবেদন করতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিন্তু এ আবেদন করতে গিয়ে নাভিশ্বাস উঠেছে হাজার হাজার শিক্ষার্থীর। অন্যান্য শিক্ষা বোর্ডে যেখানে মোবাইলের মাধ্যমে একটি এসএমএস পাঠিয়েই আবেদন সম্পন্ন করা যায় সেখানে কারিগরি বোর্ডের এই ছাত্রছাত্রীদের সনাতন পদ্ধতিতে ঢাকায় কারিগরি শিক্ষা বোর্ডে এসে হাতে হাতে আবেদন জমা দিতে হচ্ছে। সারা দেশের পলিটেকনিকের শিক্ষার্থীরা পুনঃনিরীক্ষণের আবেদন করতে এখন প্রতিদিন ভিড় জমাচ্ছেন রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এ শিক্ষা বোর্ডে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ফরম সংগ্রহ করে সেটি পূরণ করে ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে হচ্ছে। গতকাল কারিগরি শিক্ষা বোর্ডে গিয়ে দেখা গেছে, সারা দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ছাত্রছাত্রীরা পুনঃনিরীক্ষণের আবেদনের জন্য বোর্ডে এসেছেন। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার টেকনোলজির আশিকুর রহমান একটি বিষয়ে অনুত্তীর্ণ হয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করতে কারিগরি বোর্ডে এসেছিলেন। আশিক এ প্রতিবেদককে বলেন, দীর্ঘ আট ঘণ্টা গাড়িতে করে এসে আবেদন দিতে হচ্ছে। অথচ মোবাইলে এসএমএসের মাধ্যমে পুনঃনিরীক্ষণের আবেদন করা গেলে আমাদের দুর্ভোগ পোহাতে হতো না। খুলনা থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করতে এসেছিলেন সাবিহা তাবাসসুম। রাজধানীর এনপিআই পলিটেকনিক ইনস্টিটিউটের পঞ্চম পর্বের শিক্ষার্থী মো. পারভেজ হোসেন ও বিজয় রহমান বলেন, সারা দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা আসছেন। তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক শিক্ষার্থী জানান, পুনঃনিরীক্ষণের আবেদনের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের সুপারিশের বাধ্যবাধকতা রাখা হয়েছে। এতে ছাত্রছাত্রীরা আরেক ধরনের বিপত্তির সম্মুখীন হচ্ছেন। অনেক অধ্যক্ষ নানা যুক্তি দেখিয়ে সুপারিশ করছেন না। এসব ব্যাপারে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমরা অনলাইন অটোমেশনে আসার চেষ্টা করছি। আশা করছি এসব সমস্যা সমাধান হবে।

সর্বশেষ খবর