শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

শিকলে বেঁধে গৃহবধূকে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শিকলে বেঁধে গৃহবধূকে নির্যাতন

বরিশালের গৌরনদী উপজেলার  শরিফাবাদ গ্রামে দুই সন্তানের জননী তাসলিমা বেগমকে (৩০) শিকল দিয়ে বেঁধে অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। দাবিকৃত ১ লাখ টাকা যৌতুক না পেয়ে মঙ্গলবার রাতভর শিকলে বেঁধে গরম খুন্তি ও চামচ দিয়ে ছেঁকা দিয়ে তার শরীর ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহতাবস্থায় তাকে ভর্তি করা হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে। এ ঘটনায় নির্যাতিতার মা উজিরপুরের জুগিহাটি গ্রামের জাহানারা বেগম বাদী হয়ে তাসলিমার স্বামী বাদল মৃধা ও দেবর লাল মিয়া মৃধার বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মামলা করেছেন। ১৬ বছর আগে শরিফাবাদ গ্রামের মৃত আবদুল ওহাব মৃধার মেজ ছেলে বাদল মৃধার সঙ্গে উজিরপুর উপজেলার জুগিহাটি গ্রামের আবদুল আজিজ হাওলাদারের মেয়ে তাসলিমা বেগমের বিয়ে হয়। বিয়ের সময় জামাতা বাদলকে যৌতুক হিসেবে ৩ ভরি স্বর্ণালঙ্কার দেওয়া হয়। এরপর তাকে দুই বছর আগে নসিমন কেনার জন্য নগদ ২ লাখ টাকা যৌতুক দেওয়া হয়। গৃহবধূ তাসলিমা বেগমের অভিযোগ, এক মাস ধরে তার স্বামী ও দেবর আরও ১ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য তাকে চাপ প্রয়োগ করে আসছিলেন।

সর্বশেষ খবর