শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

এনআইডির সেবা দিয়ে ইসির আয় ৭৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

দেশের ১০ কোটিরও বেশি ভোটারের তথ্যভাণ্ডার ব্যবহার করে দেড় বছরে নির্বাচন কমিশন আয় করেছে প্রায় ৭৬ কোটি টাকা। ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে গত মার্চ পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের সেবা দিয়ে এ রাজস্ব আয় করে ইসি। জাতীয় পরিচয়পত্র সংশোধন, হারানো বা নষ্ট হওয়া পরিচয়পত্রের ‘ডুপ্লিকেট’ সংগ্রহে সেবার জন্য ফি আদায় এবং তথ্য যাচাইয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তি করে জাতীয় পরিচিতি সেবা দিয়ে আসছে সাংবিধানিক সংস্থাটি। এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম জানান, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত নাগরিকদের সেবা ও বিভিন্ন সংস্থা নির্বাচন কমিশনের তথ্যভাণ্ডার ব্যবহার করে ৪ এপ্রিল পর্যন্ত ২৪ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ৯১৬ বার পরিচিতি যাচাই করা হয়েছে। ৩০ মার্চ পর্যন্ত জাতীয় পরিচিতি সেবা থেকে ৭৫ কোটি ৬৫ লাখ ৯ হাজার ৭৩১ টাকা টাকা রাজস্ব আয় হয়েছে। বিভিন্ন সেবা পেতে ব্যক্তির যথার্থ পরিচয় নিশ্চিতে জাতীয় পরিচয়পত্র ও ডাটাবেজের ব্যাপক ব্যবহার হচ্ছে।

এনআইডি আছে, কিন্তু স্মার্টকার্ড পাচ্ছেন না : এনআইডি উইংয়ের পরিচালক আবদুল বাতেন জানান, কিছু নাগরিকের স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাওয়া যাচ্ছে না বা কিছু সংখ্যক কার্ড মুদ্রিত হচ্ছে না। তথ্যভাণ্ডারে অনেক ক্ষেত্রে ভোটারের স্থায়ী ঠিকানার তথ্য অসম্পূর্ণ রয়েছে। বিশেষ করে ইউপি বা পৌর বা পোস্টকোড বা উপজেলা কোড বা জন্মসাল উল্লেখ নেই। অনেক ক্ষেত্রে ২০০৭-২০০৮ সালের ভোটারদের তথ্য বর্তমান প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় স্মার্টকার্ড মুদ্রণ হচ্ছে না। সব সমস্যা চিহ্নিত করে যথাযথ সমাধানের পদক্ষেপ নেওয়া হয়েছে। যেখানেই অসম্পূর্ণ তথ্য সংক্রান্ত সমস্যা চিহ্নিত হচ্ছে, সেখানেই দ্রুততম সময়ে পারসোনালাইজেশন করে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে তা পৌঁছে দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর