শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মাধ্যমিক পর্যায়ে ১২টি পাঠ্যবই পরিমার্জন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের ১২টি পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন হচ্ছে। পাশাপাশি যেসব পাঠ্যবইয়ে ‘হেফাজতীকরণ’ হয়েছে সেগুলোও পর্যালোচনা করা হবে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন নিয়ে শিক্ষাবিদদের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক বৈঠক শেষে প্রেস ব্রিফিং করে এসব জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসিতে বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও বিশ্ব সভ্যতার ইতিহাস, গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, অর্থনীতি ও হিসাববিজ্ঞান- এই ১২টি বই পর্যালোচনা করে সহজ, সাবলীল ও প্রয়োজনে ছোট করা হবে। এ ছাড়া কারিকুলাম, পরীক্ষা পদ্ধতি, ফল প্রণয়ন পদ্ধতিসহ অন্যান্য দিকও পর্যালোচনা চলছে। মন্ত্রী বলেন, আমাদের মূল লক্ষ্য- শিক্ষাব্যবস্থা অপেক্ষাকৃত উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া। সে লক্ষ্যে শিক্ষাবিদ ও দেশের বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি এসব কাজ করবে। বেলা ১১টায় শুরু হয়ে শিক্ষাবিদদের এ বৈঠক দুই ঘণ্টা স্থায়ী হয়। এতে মাধ্যমিক শিক্ষা উন্নয়নের লক্ষ্যে কমিটির সদস্য ড. ফরাসউদ্দিন আহমেদ, শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক মন্জুর আহমেদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, অধ্যাপক কায়কোবাদ, অধ্যাপক আখতারুজ্জামান, অধ্যাপক এম এম আকাশ প্রমুখ অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর