শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আত্মপক্ষ সমর্থনের জন্য ‘শেষবার সময়’ পেলেন খালেদা

আদালত প্রতিবেদক.

জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতিসংক্রান্ত মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সময় চেয়ে করা আবেদন ‘শেষবারের মতো’ মঞ্জুর করা হয়েছে বলে আদেশে উল্লেখ করেছেন বিচারক। শুনানির সময় বিচারকের সঙ্গে খালেদার আইনজীবীদের তুমুল বাকবিতণ্ডা হয়। বিচারক দুই দফায় এজলাস থেকে নেমে যান। তৃতীয়বার এজলাসে উঠে আগামী ৮ মে শুনানির জন্য দিন ধার্য করে আদেশ দেন। রাজধানীর বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে অস্থায়ীভাবে নির্মিত এজলাসে মামলার বিচার চলছে। গতকাল মামলাটিতে আত্মপক্ষ সমর্থনে খালেদার বক্তব্য উপস্থাপন করার জন্য দিন ধার্য ছিল। নিয়মিত বিচারক ছুটিতে থাকায় ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক হিসেবে এজলাসে ওঠেন ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ও পঞ্চম বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল কবির।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর