সোমবার, ১২ জুন, ২০১৭ ০০:০০ টা

১৫ শতাংশ ভ্যাটে ঠকানো হয়েছে পুরো জাতিকে

ডেইলি সানের গোলটেবিলে বিশিষ্টজনরা

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত বাজেটে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের নামে দেশে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, সব ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করে পুরো জাতিকে ঠকানো হয়েছে। এতে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। গ্যাসে ২৯ শতাংশ ভ্যাট নেওয়া হচ্ছে, এটা সরকারের বোঝা দরকার। পুরোপুরি প্রস্তুতি না নিয়ে সরকারের ভ্যাট আইন বাস্তবায়নের ঘোষণা সঠিক নয়। তাই ভ্যাট আদায়ের নামে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে হয়রানি না করতে অনুরোধ করেছেন ব্যবসায়ীরা।

গতকাল বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের কনফারেন্স রুমে ইংরেজি পত্রিকা ডেইলি সান আয়োজিত ‘নতুন ভ্যাট হার : ব্যবসা ও ভোক্তার ওপর প্রভাব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নেওয়া অর্থনীতিবিদ, ব্যবসায়ী, ভোক্তা প্রতিনিধি ও বিশিষ্টজনেরা এসব কথা বলেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।

ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক শিহাবুর রহমানের সঞ্চালনায় গোলটেবিলে মূল বক্তব্য উপস্থাপন করেন এনবিআরের ভ্যাট অনলাইন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক জাকির হোসাইন। অন্যদের মধ্যে বক্তব্য দেন ভোক্তা অধিকারবিষয়ক সংগঠন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ— ক্যাব সভাপতি গোলাম রহমান, সংগঠনটির জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম, দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ—ডিসিসিআইর প্রথম সহ-সভাপতি কামরুল ইসলাম, সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নিয়াজ রহিম, সরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান—বিআইডিএসের জ্যেষ্ঠ গবেষক ড. নাজনীন আহমেদ, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ— সিপিডির গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম, ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন— এফবিসিসিআইর পরিচালক প্রীতি চক্রবর্তী, ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি সেলিম এইচ রহমান, অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস সমিতির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, মোবাইল ফোন ইমপোটার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাওয়ানুল হক প্রমুখ। গোলটেবিলে প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, নতুন ভ্যাট আইন নিয়ে অনেক কথা হচ্ছে। প্রয়োজন হলে এক বছর পর ভ্যাট আইন সংশোধন করা হবে। ব্যাংকে আবগারি শুল্ক বাড়ানো ভুল হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এক লাখ টাকার নিচে রাখা ব্যাংক হিসাবের সংখ্যা ৮০ লাখ। এ ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সঠিক সময়ে ভুল করেছি।’ গোলাম রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় সব পণ্য ভ্যাটের আওতামুক্ত রাখা হয়েছে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ফলে নতুন ভ্যাট আইনের কারণে ভোক্তারা লাভবান হবেন, না ক্ষতিগ্রস্ত হবেন, সেটাই এখন প্রশ্ন। নতুন ভ্যাট আইনটি ভালো হলেও সুষ্ঠুভাবে বাস্তবায়ন না হলে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। ড. এম শামসুল আলম বলেন, ‘সামনে সংসদ নির্বাচন। এখন সব ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করে পুরো জাতিকে ঠকানো হয়েছে। আবারও মূল্য বাড়ানোর হুমকি দেওয়া হচ্ছে। আমাদের বাঁচান। গ্যাসে ২৯ শতাংশ ভ্যাট দিচ্ছি, এটা সরকারের বোঝার দরকার আছে।’ হেলাল উদ্দিন বলেন, নতুন ভ্যাট আইন নিয়ে ৭২টি সভা হয়। সাতটি সিদ্ধান্ত নেওয়া হয়। একটিও বাস্তবায়িত হয়নি। আইনের খারাপ দিকগুলো নিয়ে ভয়ে আছেন ব্যবসায়ীরা। ভ্যাটে ভোগ্যপণ্যের দাম বাড়বে। সব মিলিয়ে বাজেটে ভ্যাটের মাধ্যমে দেশে যাতে কোনো অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কামরুল ইসলাম বলেন, ‘এনবিআর বলছে, অনলাইনভিত্তিক নতুন ভ্যাট আইনের প্রয়োগের কারণে লাল ফিতার দৌরাত্ম্য থাকবে না। তবে আমরা মনে করি, নৈতিকতার মান ঠিক না করতে পারলে লাল ফিতার দৌরাত্ম্য কমবে না। এনবিআর আধুনিক আইনের নামে উেস কর আরোপ করছে কেন। এটা স্ববিরোধী।’ নিয়াজ রহিম বলেন, ‘সব ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাটে পণ্যমূল্য বাড়বে। ভ্যাট আদায়ের নামে এনবিআর যাতে ব্যবসায়ীদের হয়রানি না করে, সে অনুরোধ করছি।’ ড. নাজনীন আহমেদ বলেন, ‘ভ্যাটের বড় বিষয় ভীতি। এই ভীতি দূর করার উদ্যোগ দেখছি না। আসলে ভ্যাট আইনে প্রস্তুতির ঘাটতি আছে। পুরোপুরি প্রস্তুতি না নিয়ে ভ্যাট আইন বাস্তবায়নের ঘোষণা দেওয়া সঠিক হয়নি। ফলে আইন বাস্তবায়ন কঠিন হবে।’ ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ১৫ শতাংশ ভ্যাটের হার নির্ধারণ করায় মূল্য সমন্বয়ে জটিলতা সৃষ্টি হবে। তাই ১৫ শতাংশ থেকে কমিয়ে ভ্যাটের হার নির্ধারণ করলে ভালো হতো।

প্রীতি চক্রবর্তী বলেন, অর্থনীতির ৭০ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমই খাতে জড়িত। তারা ১৫ শতাংশ ভ্যাটে বিপদে পড়বেন। ভ্যাটের কারণে নির্মাণশিল্পে রডে প্রতি টনে সাড়ে ৭ হাজার টাকা দাম বাড়বে। প্রতিটি ইটে দেড় টাকা ভ্যাট আরোপ করা হয়েছে। এতে আবাসন খাত সংকটে পড়বে।

জাকির হোসাইন বলেন, আজ পর্যন্ত (গতকাল) মাত্র ২৯ হাজার ৭০০ প্রতিষ্ঠান অনলাইনে ভ্যাটের নিবন্ধন করেছে।

সর্বশেষ খবর