সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ফুটপাথ দখলমুক্ত করতে সিলেট নগরীতে আবারও অভিযান

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট মহানগরীর অন্যতম সমস্যা হচ্ছে যানজট। দীর্ঘদিন ধরে হকার, ভ্রাম্যমাণ ও মৌসুমী ব্যবসায়ীরা অবৈধভাবে নগরীর প্রায় সব সড়কের ফুটপাথ দখল করে রাখায় নগরীতে যানজট এখন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফলে নগরবাসীকে চলাচলে পোহাতে হয় ভোগান্তি। আদালতের নির্দেশে রমজানের শুরুতে নগরীর ফুটপাথ থেকে হকার উচ্ছেদ করেছিল সিটি করপোরেশন। কিন্তু ঈদের আগে আবারও ফুটপাথ দখল করে নেন হকাররা। ঈদের পরও তাদের দখলেই ছিল ফুটপাথ। অবশেষে গতকাল রবিবার থেকে সিটি করপোরেশন আবারও অভিযানে নেমেছে। গতকাল সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বন্দরবাজার ও কোর্ট পয়েন্ট এলাকার ফুটপাথ থেকে হকারদের উচ্ছেদ করা হয়। আরিফুল হক চৌধুরী জানান, যে কোনো মূল্যে নগরীর ফুটপাথগুলো হকারমুক্ত রাখা হবে। হকারদের পুনর্বাসনে সিটি করপোরেশনের উদ্যোগে হকার মার্কেট নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। পুরনো হকার মার্কেটের দুইটি ব্লক ভেঙে হকারদের স্থায়ী পুনর্বাসন করা হবে।

সর্বশেষ খবর