সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জনমত অগ্রাহ্য করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে : মকসুদ

নিজস্ব প্রতিবেদক

দেশের ও বিশ্ব জনমতকে অগ্রাহ্য করে সরকার রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, প্রকল্পটির কারণে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে জেনেও সরকার বলছে, আলট্রা সুপার প্রযুক্তি ব্যবহার করব, এতে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা ও ঐতিহ্যবিষয়ক সংস্থা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের ৪১তম অধিবেশন উপলক্ষে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন বাপার সহ-সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ঢাবির অধ্যাপক এম এম আকাশ, ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম ও বাপা সাধারণ সম্পাদক ডা. আবদুল মতিন।

সর্বশেষ খবর