সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বছরের প্রথম লেনদেনে ব্যাংক শেয়ারের দরপতন

নিজস্ব প্রতিবেদক

বছরের প্রথম লেনদেনে ব্যাংক শেয়ারের দরপতন

সদ্য সমাপ্ত অর্থবছরে মুনাফা বাড়লেও শেয়ার দরে ধস হয়েছে ব্যাংক খাতের সবগুলো প্রতিষ্ঠানে। শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩০টি প্রতিষ্ঠানের মাত্র ৬টি প্রতিষ্ঠানের দর বেড়েছে চলতি অর্থবছরের প্রথম দিনের লেনদেনে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ব্যাংকের মধ্যে ২৪টির শেয়ার দর কমেছে। সংশ্লিষ্টরা বলছেন, অর্থবছর শেষে বেশিরভাগ ব্যাংক তুলনামূক কম লভ্যাংশ দেওয়া বিনিয়োগকারীরা হতাশ। এজন্য ব্যাংকের শেয়ার দর কমছে। বাজার লেনদেনে দেখা গেছে, তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে দর বেড়েছে ডাচ্-বাংলা, মার্কেন্টাইল, মিউচুয়াল ট্রাস্ট, রূপালী, ট্রাস্ট ও উত্তরা ব্যাংক। এর মধ্যে রূপালী ব্যাংকের ২ টাকা ৭০ পয়সা ও ডাচ্-বাংলা ব্যাংকের ৫০ পয়সা বেড়েছে। আর বাকিগুলোর দর বেড়েছে মাত্র ১০ পয়সা। জানা গেছে, গত কয়েক বছর ধরেই ব্যাংকের শেয়ার দর একটানা কমেছে। কয়েকটি ব্যাংকের শেয়ার দর ফেসভ্যালুর (অভিহিত মূল্য) নিচেও লেনদেন হয়েছে। টানা দরপতনের পর চলতি বছরে মার্চ থেকে ব্যাংকের শেয়ারে কিছুটা উল্লম্ফন দেখা যায়। মে মাসে লেনদেনের শীর্ষে উঠে আসে ব্যাংকগুলো। জুন মাসের শেষদিকে আবার দরপতন শুরু হয়। গত কয়েক দিন ধরে ব্যাংকের শেয়ার দর আরও কমতে থাকে। শেয়ারবাজারে তালিকাভুক্ত অন্যান্য খাতের মধ্যে দেখা গেছে, জ্বালানি, টেক্সটাইল প্রতিষ্ঠানের লেনদেন শীর্ষে উঠে এসেছে।

সর্বশেষ খবর