সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সংসদের মনোগ্রাম সংবলিত গাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগ থেকে জাতীয় সংসদের মনোগ্রাম সংবলিত একটি গাড়ি (ঢাকা মেট্রো-চ-১৫-৫৫০৬) জব্দ করেছে র‌্যাব। গাড়িটি চিহ্নিত অপরাধী সালেহ আহমেদ ওরফে কার্লোস ব্যবহার করতেন। গতকাল পরীবাগের ৩/৩-এ নম্বর দিগন্ত টাওয়ারের ২ নম্বর পার্কিং থেকে হুন্ডাই-এইচ ১ মডেলের গাড়িটি জব্দ করা হয়। র‌্যাব-৩ এর অপস অফিসার সিনিয়র এএসপি মনজুরুল আলম জানান, কার্লোস হুন্ডি ব্যবসাসহ বিভিন্ন অপরাধে গাড়িটি ব্যবহার করতেন। প্রাথমিকভাবে জানা গেছে, কার্লোস দীর্ঘদিন ধরে পরীবাগে তার নিজস্ব ফ্ল্যাটে ইয়াবা সেবন, অবৈধ কর্মকাণ্ড, হুন্ডি ও মাদক ব্যবসাসহ অন্যান্য অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকতেন। এর আগে, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর শাহবাগ এলাকায় একটি অভিযানে কার্লোসকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ইউরো, ৭ হাজার ৮৭৬ ইউএস ডলার, ৭ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৮ লাখ টাকা, ২৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং জাতীয় সংসদের মনোগ্রাম খচিত নম্বর প্লেটবিহীন ১টি নতুন মার্সিটিজ বেঞ্জ জিপ গাড়ি জব্দ করা হয়েছিল।

সর্বশেষ খবর