সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বাজেটে ৩০ হাজার কোটি টাকা ঘাটতির মুখে পড়বে সরকার

বিসিআইর আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

নতুন বাজেটে মূল্য সংযোজন কর-মূসক বা ভ্যাট আইন স্থগিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন দেশের ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে কিছু অসঙ্গতি তুলে ধরে শিল্পপতিদের সংগঠন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ-বিসিআই আশঙ্কা প্রকাশ করে বলেছে, বাজেটের অর্থায়ন করতে গিয়ে ৩০ হাজার কোটি টাকা ঘাটতির মুখে পড়বে সরকার। গতকাল বিসিআই, ইএবি ও শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনটি সংগঠনের সভাপতিরা। বিসিআই সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বাজেটের ওপর প্রতিক্রিয়ায় বলেন, ভ্যাট আইন দুই বছরের জন্য স্থগিত এবং ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক কর কমানোর পদক্ষেপ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার শিল্প ও বিনিয়োগবান্ধব সরকারকে ধন্যবাদ জানাই। বাজেটের শঙ্কা ও অনিশ্চয়তা অপসারিত হওয়ায় বিনিয়োগ এবং উৎপাদনশীল খাতে গতিশীলতা আসবে।

বিসিআই সভাপতি বাজেটের অর্থায়ন প্রসঙ্গে বলেন, সরকার প্রায় ৩০ হাজার কোটি টাকা ঘাটতির মুখে পড়বে। তবে কর ফাঁকি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ব্যাংকসহ বিভিন্ন খাতে যথাযথ শৃঙ্খলা নিশ্চিত করা গেলে এই ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। অন্যদিকে করপোরেট করহার অপরিবর্তিত রাখায় দেশি-বিদেশি বিনিয়োগ কমার পাশাপাশি পণ্যের বহুমুখীকরণ কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি। ইএবি সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, এবারের বাজেটে রপ্তানি খাতে, বিশেষ মুদ্রানীতি সম্পর্কে কোনো নির্দেশনা নেই। বিজিএমইএর সাবেক এই সভাপতি পোশাকশিল্পে উেস কর প্রসঙ্গে বলেন, তৈরি পোশাক, চামড়া, হিমায়িত খাদ্যসহ সব রপ্তানি খাতের ক্ষেত্রে উেস কর কর্তনের হার এক শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫০ শতাংশ করা হোক।

সর্বশেষ খবর