রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রেমিট্যান্স পাঠানোর ফি কমানো হবে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

রেমিট্যান্স পাঠানোর ফি কমানো হবে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিদেশ থেকে দেশে অর্থ পাঠাতে ব্যাংকগুলো যে পরিমাণ ফি (মাশুল) নেয় তা নিয়ে প্রবাসীদের মধ্যে অসন্তোষ আছে। রেমিট্যান্স প্রবাহ বাড়াতে আগামী মাসের মধ্যে এই ফি কমিয়ে আনা হবে।

গতকাল সিলেট নগরীর নাইওরপুল এলাকায় ফোয়ারা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, রেমিট্যান্স কমার দুটি কারণ রয়েছে। একটি হচ্ছে বিদেশে প্রবাসীদের ‘সেটেল’ হওয়ার প্রবণতা বাড়ছে। তাই অনেকে দেশে কম টাকা পাঠাচ্ছে। আর অন্য কারণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, প্রবাসীদের অভিযোগ বিদেশ থেকে টাকা পাঠাতে ব্যাংকগুলো তাদের কাছ থেকে বেশি ফি নেয়। অর্থমন্ত্রী বলেন, ‘সারা দুনিয়াতে অর্থ পাচার হচ্ছে। তবে রেইট অব গ্রোথ (অর্থ পাচারের) আমাদের দেশে বেশি। এ জন্য আমরাই কিছুটা দায়ী।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর