রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

দুই পদে নিয়োগ নিয়ে জাবিতে সরগরম শিক্ষক রাজনীতি

আজ সিদ্ধান্তের আশাবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ হিসেবে কারা নিয়োগ পাচ্ছেন সে আলোচনা এখন সর্বত্র। এ নিয়োগ নিয়ে ক্যাম্পাস রাজনীতি ফের সরগরম হয়ে উঠেছে। তবে বিতর্কিত ও বিভিন্ন অনিয়মের সঙ্গে  জড়িতদের বাদ দিয়ে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

জানা যায়, ১৯৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেবেন। যার মেয়াদ হবে চার বছর। ২২ জুন কোষাধ্যক্ষের পদ খালি হলে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদ নিয়ে ক্যাম্পাসে গুঞ্জন শুরু হয়। এদিক থেকে উপ-উপাচার্য পদের জন্য এগিয়ে আছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক আমির হোসেন। নিচু স্বরে কথা বলার জন্য পরিচিত এই অধ্যাপক বর্তমানে সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে অধ্যাপক আমির হোসেনের বিরুদ্ধে ভর্তি জালিয়াতির গুরুতর অভিযোগ রয়েছে। ২০০৫ সালে ভর্তি পরীক্ষায় প্রত্যক্ষভাবে নিজের আপন ভাগ্নেকে জালিয়াতি ও অসৎ উপায়ে ভর্তির সুযোগ করে দেন তিনি। পরে ভর্তি জালিয়াতি ধরা পড়লে কেন্দ্রীয় ভর্তি কমিটি তার ভাগ্নের ভর্তি বাতিল করে। সে সময় এই অধ্যাপকের বিরুদ্ধে ইতিহাস বিভাগের অধ্যাপক ও সাবেক উপ-উপাচার্য অধ্যাপক এনামুল হক খানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তখন তদন্ত কমিটি প্রাথমিকভাবে সত্যতা পায় বলে জানান অধ্যাপক এনামুল হক খান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর