শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সিলেট থেকে টেকনাফ অভিমুখী রোডমার্চে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে সিলেট থেকে টেকনাফ অভিমুখে ‘হিউম্যানিটি ফর রোহিঙ্গা’ নামক সংগঠনের রোডমার্চ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। গতকাল দুপুরে সিলেটের রশিদপুরে রোডমার্চের গাড়িবহর আটকে দেওয়া হয়। বাধা পেয়ে গাড়িবহর সেখান থেকে ফিরে যায়। জানা যায়, রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে ‘বিশ্ব জনমত গড়ে তুলতে’ রোডমার্চের ডাক দেয় বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত ‘হিউম্যানিটি ফর রোহিঙ্গা’ নামক সংগঠন। গতকাল বেলা পৌনে ১২টার দিকে সিলেট নগরের হুমায়ুন রশীদ চত্বর থেকে দুই শতাধিক গাড়ির বহর নিয়ে রোডমার্চ শুরু হয়। কয়েক কিলোমিটার যাওয়ার পর রশিদপুরে গাড়িবহর আটকে দেয় পুলিশ। এ সময় ওই সংগঠনের নেতাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। কিন্তু পুলিশ সামনে এগোতে না দেওয়ায় রোডমার্চ সেখানেই সমাপ্ত ঘোষণা করেন আয়োজকরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর