মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সেনা চায় মুসলিম লীগ, নারী আসনে ‘না’ খেলাফত

ইসির সঙ্গে সংলাপ

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে নির্বাচনের তিন মাস আগে সংসদ বিলুপ্ত করে ভোটের এক সপ্তাহ আগে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ। পাশাপাশি জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন না রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ইসির সংলাপে অংশ নিয়ে এসব দাবি জানায় এ দুই দল। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ মতবিনিময় সভায় নির্বাচন কমিশনাররা ছাড়াও ইসির ভারপ্রাপ্ত সচিব উপস্থিত ছিলেন। সকালে অনুষ্ঠিত সংলাপে বাংলাদেশ মুসলিম লীগ মহাসচিব কাজী আবুল খায়েরের নেতৃত্বে দলের ১৮ জন প্রতিনিধি অংশ নেন। সংলাপে ২৪ দফা প্রস্তাব তুলে ধরে দলটি। দলটির দাবির মধ্যে রয়েছে : ইসিতে নিবন্ধিত প্রতিটি দলের একজন প্রতিনিধি নিয়ে নির্বাচনকালীন সরকারব্যবস্থা প্রবর্তন, কাস্টিং ভোটের পরিমাণ ৫০ শতাংশের কম হলে পুননির্বাচন, রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব অতিরিক্ত জেলা জজদের দেওয়া।

খেলাফত আন্দোলন : আগামীতে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন না রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ  খেলাফত আন্দোলন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একাদশ সংসদ নির্বাচন করারও প্রস্তাব দিয়েছে দলটি।

সর্বশেষ খবর