মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ঢাকায় হস্তান্তর বেগুনি কালিম পাখি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ঢাকায় হস্তান্তর বেগুনি কালিম পাখি

বগুড়া থেকে উদ্ধার করা সংকটাপন্ন ‘বেগুনি কালিম পাখি’ আজ ঢাকায় বোটানিক্যাল গার্ডেনের পরিচালকের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ পাখি গতকাল রাতে বগুড়া থেকে ঢাকায় পাঠানো হয়। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড ইনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)-এর সাধারণ সম্পাদক আরাফাত রহমান জানান, বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ এলাকায় বেদে সম্প্রদায়ের কাছে দুটি পাখি আছে বলে সংবাদ পাওয়া যায়। পরে বগুড়ার বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মিজানুর রহমানকে অবহিত করা হয়। পরে তিনি রবিবার দুপুরে দুটি ‘বেগুনি কালিম পাখি’ উদ্ধার করে পরিবেশবাদী সংগঠন তীরের সদস্যদের কাছে হস্তান্তর করেন। পাখির ইংরেজি নাম হলো ‘পার্পল সোয়ামহ্যান’।

 

সর্বশেষ খবর