শিরোনাম
মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা ফেরাতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন অনিশ্চিত : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরিয়ে নিতে দুই দেশের মধ্যে ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ গঠনের সিদ্ধান্তকে একটি অনিশ্চিত বিষয় হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটি সম্পূর্ণভাবে একটি অনিশ্চিত বিষয়। এ বিষয়টি এটাই প্রমাণ করছে রোহিঙ্গা সমস্যার অতিদ্রুত সমাধান করতে সরকার ব্যর্থ হচ্ছে। সেগুনবাগিচায় গতকাল জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস’র এক অনুষ্ঠানে মির্জা ফখরুল একথা বলেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় ‘মিয়ানমানের সেনা অভিযানে রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ওপর নির্মিত ‘স্টপ জেনোসাইড’ নামের আলোকচিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

 

সর্বশেষ খবর