মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

দেশের শিশুদের সঙ্গে একই মঞ্চে বিদেশি শিশুরা

সাংস্কৃতিক প্রতিবেদক


দেশের শিশুদের সঙ্গে একই মঞ্চে বিদেশি শিশুরা

দেশীয় শিশুদের পাশাপাশি বিদেশি শিশুদের নান্দনিকতায় বিমোহিত হলো শিশু একাডেমিতে আগত শিল্পানুরাগীরা। নাচ, গান, নৃত্যনাট্য আর যন্ত্রশিল্পীদের সুরের লহরিতে একাডেমি মিলনায়তনে শৈল্পিত সুষমা ছড়িয়ে দেয় খুদে শিল্পীরা। গতকাল সকালে একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী এই সাংস্কৃতিক আয়োজন। এ আয়োজনে শিশু একাডেমির প্রশিক্ষণার্থী শিশুদের পাশাপাশি প্রথমবারের মতো আমেরিকা, ফিলিপাইন, ভারত, স্পেন, তুরস্ক, ইয়েমেন ও শ্রীলঙ্কার মোট ১৮ জন বিদেশি শিশু তাদের নিজ নিজ সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে অংশ নেয়। এর পাশাপাশি অনুষ্ঠানে নৃত্যনাট্য ‘রক্ত দিয়ে কিনলাম’ এবং সুরের মূর্ছনায় বাঁশির লহরি পরিবেশন করে রাঙামাটি শিশু একাডেমির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিশুসাহিত্যিক রফিকুল হককে ‘বাংলাদেশ শিশু একাডেমি  সাহিত্য পুরস্কার-১৪২০’ এবং ঝর্ণা দাশ পুরকায়স্থকে ‘বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার-১৪২১’ ও ‘প্রিয় বাংলাদেশ’ বইয়ের জন্য কবি আসলাম সানীকে প্রদান করা হয় ‘অগ্রণী ব্যাংক বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার-১৪১৬’। এ ছাড়া পথশিশুসহ কুমিল্লা, চট্টগ্রাম ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের শিশুদের সৃজনকর্ম প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। বিশ্ব শিশু দিবস-২০১৭ উপলক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। চারুকলায় গাজীর পালা : প্রত্নতত্ত্ববিদ, পুঁথিবিশারদ ও নৃবিজ্ঞানী আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাবির চারুকলা অনুষদের বকুলতলায় শেষ হলো দুই দিনের আয়োজন। গতকাল সমাপনী দিনের বিশেষ আকর্ষণ ছিল গাজীর পট গান ও গাজীর পালার ঐতিহ্যবাহী পরিবেশনা।

সর্বশেষ খবর