মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

পার্লামেন্টারি ওয়ার্কশপে যোগ দিতে ওয়াশিংটন গেলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

পার্লামেন্টারি ওয়ার্কশপে যোগ দিতে ওয়াশিংটন গেলেন সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পার্লামেন্টারি নেটওয়ার্কের উদ্যোগে ১০ দিনব্যাপী ওয়ার্কশপ শুরু হচ্ছে আজ ১০ অক্টোবর থেকে। শেষ হবে ২০ অক্টোবর। ওয়ার্কশপে অংশগ্রহণের পাশাপাশি তিনি নিউইয়র্কে জাতিসংঘ সংস্থাসমূহের সঙ্গে বৈঠকে অংশ নেবেন বলেও জানিয়েছে সংসদ সচিবালয়। দুই সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর। গতকাল তারা ঢাকা ত্যাগ করেছেন।

সর্বশেষ খবর