মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
নাশকতার দুই মামলা

বিএনপির ২৩ জনকে গ্রেফতারের নির্দেশ

আদালত প্রতিবেদক

রাজধানীর মিরপুর থানার নাশকতার দুই মামলায় বিএনপির ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে এ আদেশ দেন। মামলার পলাতক আসামিরা হলেন— বিএনপি নেতা মারুফ কামাল খান সোহেল, শিমুল বিশ্বাস, আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরবসহ ২৩ জন। এ ছাড়া অন্য আসামিরা জামিনে আছেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১০ মার্চ বিএনপির হরতাল-অবরোধ চলাকালে মিরপুর এলাকায় নাশকতার অভিযোগে মামলা করে পুলিশ। পরে ঘটনার তদন্ত করে ২০১৬ সালের ২৪ জুলাই বিএনপি নেতা আমান উল্লাহ আমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ৪১ জনের বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

সর্বশেষ খবর