শিরোনাম
মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

রাষ্ট্রের সব স্তম্ভকে ধুলায় মিশিয়ে দিচ্ছে সরকার

—খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ক্ষমতা জবরদখলকারী সরকার রাষ্ট্রের সব স্তম্ভকে ধুলায় মিশিয়ে দিতে সর্বাত্মক আক্রমণ শুরু করেছে। তিনি বলেন, বর্তমানে ছুরিকাহত গণতন্ত্র আর্তনাদ করছে। বিরোধী দলের  নেতা-কর্মী, ভিন্নমত ও বিশ্বাসের ব্যক্তিদের গুম করার পাশাপাশি হরণ করা হচ্ছে মানুষের বাক-ব্যক্তি ও নাগরিক স্বাধীনতা। শহীদ জেহাদ দিবস উপলক্ষে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে খালেদা জিয়া বলেন, দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল স্বৈরশাসক এরশাদ। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা এবং দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর দৃঢ়-প্রত্যয় নিয়েই জেহাদ নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আমরা তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে না পারলে তার আত্মা কষ্ট পাবে।

খালেদা জিয়া বলেন, বর্তমানে দেশের জনসাধারণের বুকের ওপর অগণতান্ত্রিক অপশক্তি ভারী পাথরের মতো চেপে বসে আছে। গণতান্ত্রিক প্রতষ্ঠানগুলোকে রক্ষা এবং এর বিকাশ সাধন করতে হবে। এ জন্য আমাদের আরও সাহসী সংগ্রামে অবতীর্ণ হতে হবে। তিনি বলেন, গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা। তাই শহীদ জেহাদের আত্মত্যাগের প্রেরণাকে বুকে ধারণ করেই দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র সমুন্নত রাখতে সক্ষম হব।

সর্বশেষ খবর