বুধবার, ১১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

এবার অনার্সে পাসের হার ৯৪ ভাগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স তৃতীয় বর্ষের নিয়মিত পরীক্ষায় পাসের হার শতকরা ৯৩ দশমিক ৯৩ ভাগ। গতকাল এই ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় ৩০টি অনার্স বিষয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ৫৫০টি কলেজের মোট ১ লাখ ৩৭ হাজার ৮১৬ শিক্ষার্থী ২০০টি কেন্দ্রের মাধ্যমে অংশ নেয়। এরমধ্যে ১ লাখ ২৮ হাজার ৯৪৭ জন ৪র্থ বর্ষে উত্তীর্ণ হয়েছে। ফল জানতে যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে হঁ স্পেস যঢ়৩ স্পেস রেজি নং লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info থেকেও ফল জানা যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর