মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ফিন্যানশিয়াল রিপোর্টিং আইন নিয়ে ভয়ভীতি দূর করার তাগিদ

নিজস্ব প্রতিবেদক

ফিন্যানশিয়াল রিপোর্টিং আইন বাস্তবায়ন করতে ব্যবসায়ীদের ভয়ভীতি দূর করার তাগিদ দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)। ডিসিসিআই আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, এ আইনের মাধ্যমে ব্যবসায়ী সমাজ যেন অযথা হয়রানির শিকার না হয়, তার ওপর মনোযোগী হতে হবে। বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদফতরের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। এই সমন্বয়হীনতা দূর করতে পারলে আর্থিক খাতে অগ্রগতি সম্ভব হবে। ফিন্যানশিয়াল রিপোর্টিং আইনের বাস্তবায়িত হলে নির্ভুল অডিট রিপোর্ট সম্ভব। এতে পুঁজিবাজার ও বন্ড মার্কেট সম্পর্কে জনগণের আস্থা বাড়বে। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ রাখবে। গতকাল মতিঝিলের চেম্বার ভবনে ডিসিসিআই আয়োজিত ‘ফিন্যানশিয়াল রিপোর্টিং আইন, ২০১৫ এবং এর অর্থনৈতিক প্রভাব’ সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর