মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ফের ফুল কোর্ট সভা ডাকলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

৯ দিনের ব্যবধানে আবারও সুপ্রিম কোর্টের সব বিচারপতিকে নিয়ে ফুল কোর্ট সভা ডেকেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। আগামীকাল ২৫ অক্টোবর বিকাল ৪টা ১০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে। কোন তারিখে সুপ্রিম কোর্ট দিবস পালন করা হবে সে বিষয়ে এ সভায় আলোচনা হবে বলে জানা গেছে।

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) সোহাগ রঞ্জন পালের স্বাক্ষরে গতকাল জারি করা এক নোটিসে এ সভা ডাকা হয়। এ সভার মধ্য দিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তৃতীয়বার ফুল কোর্ট সভা ডাকলেন আবদুল ওয়াহ্হাব মিঞা । এর আগে ৩ অক্টোবর দায়িত্ব নেওয়ার দিন এবং ১৬ অক্টোবর জরুরি নোটিসে ফুল কোর্ট সভা করা হয়।

১৬ অক্টোবরের সভায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ১১টি অভিযোগ বিষয়ে সুপ্রিম কোর্টের দেওয়া বিবৃতি সম্পর্কে সব বিচারপতিকে অবহিত করা হয়। কোন প্রেক্ষাপটে ১৪ অক্টোবর সুপ্রিম কোর্ট বিবৃতি দিয়েছে তা সংক্ষিপ্তভাবে ওই সভায় তুলে ধরা হয়।

এরও আগে ৩ অক্টোবর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়ে বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা জরুরি নোটিসে প্রথম ফুল কোর্ট সভা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর