বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

তালিকা হালনাগাদে বাদ যাচ্ছে রেকর্ডসংখ্যক মৃত ভোটার

নিজস্ব প্রতিবেদক

তালিকা হালনাগাদে বাদ যাচ্ছে রেকর্ডসংখ্যক মৃত ভোটার

চলতি বছরের হালনাগাদে রেকর্ডসংখ্যক মৃত ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে। হালনাগাদে বাদ দেওয়ার জন্য ১৫ লাখ ২৭ হাজারের বেশি মৃত নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা চালুর পর হালনাগাদে মৃত ভোটারের সংখ্যার দিক দিয়ে এটা রেকর্ড। ২০১৫ সালে সর্বোচ্চ ৭ লাখ মৃত ভোটারের তথ্য সংগৃহীত হয়েছিল। দেশের ১৬ কোটি জনসংখ্যার বিপরীতে বার্ষিক মৃত্যুহার বিবেচনায় ভোটার তালিকা থেকে ১২ থেকে ১৫ লাখ ব্যক্তির তথ্য বাদ পড়ার কথা। স্মার্টকার্ড বিতরণ শুরুর পর মৃত ভোটার শনাক্তে নানা উদ্যোগের ফলে এ সংখ্যা এবার বেড়েছে বলে ইসি কর্মকর্তারা মনে করছেন।

এ বছর হালনাগাদে ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে দেশজুড়ে তথ্য সংগ্রহ চলে। ২০ আগস্ট থেকে ২০ নভেম্বর পর্যন্ত এসব নাগরিকের তথ্য নথিভুক্ত এবং ছবি তুলে নিবন্ধন করা হয়। আগে বাদ পড়া ভোটারদেরও এ সময় নিবন্ধিত হওয়ার সুযোগ ছিল। এদিকে এবারের হালনাগাদে পুরুষের চেয়ে ৪০ হাজারেরও বেশি নারী ভোটার নিবন্ধিত হয়েছেন। বিদ্যমান তালিকায় ১০ কোটি ১৮ লাখের বেশি ভোটার রয়েছেন। ইসি কর্মকর্তারা জানান, হালনাগাদে ৩৩ লাখ ২৮ হাজার ৭০৯ জন নতুন ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে ১৬ লাখ ৮৭ হাজারেরও বেশি নারী আর পুরুষ রয়েছেন ১৬ লাখ ৪১ হাজারের বেশি। এবারে ৩৩ লাখের বেশি ভোটার নিবন্ধিত হলেও জানুয়ারিতে নতুন প্রায় ৪৩ লাখ ভোটার তালিকায় যুক্ত হবেন বলে জানান ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, হালনাগাদে নিবন্ধিত ৩৩ লাখ ২৮ হাজারেরও বেশি নাগরিকের বাইরে ২০১৫ সালে ১৫ বছর বয়সী ৯ লাখ ৬২ হাজার নাগরিকের তথ্য নেওয়া হয়েছিল; তারা আগামী ১ জানুয়ারি ভোটার তালিকায় স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবেন। হালনাগাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মৃত ভোটারদের নাম বিদ্যমান তালিকা থেকে বাদ দেওয়া হবে। ১৮ ডিসেম্বর খসড়া ভোটার তালিকার জন্য মুদ্রণ কাজে সরবরাহ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর