বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

এক লাখ টন চাল আমদানিসহ ১৩ ক্রয় প্রস্তাব অনুমোদন

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এক লাখ টন সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছয়টি কোম্পানি আন্তর্জাতিক বাজার থেকে এ চাল সরবরাহ করবে। এ জন্য সরকারের মোট ব্যয় হবে ৪২৭ কোটি ৭৭ লাখ ৪৪ হাজার টাকা। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির চেয়ারম্যান এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সরকারি কাজে দেশের বাইরে অবস্থান করায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান অনুমোদিত ক্রয় প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন। অতিরিক্ত সচিব বলেন, বৈঠকে জাতীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এক লাখ টন সিদ্ধ চাল আমদানিসহ মোট  ১৩টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়াও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ’ শীর্ষক প্রকল্পের আওতায় এক লাখ ১৫ হাজার ৪০৪টি এসপিসি পোল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। কনটেক লিমিটেড এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির কাছ থেকে এসব পোল সংগ্রহ করা হবে। এ জন্য মোট ব্যয় হবে ২১১ কোটি ৫২ লাখ ৯০ হাজার টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর