বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

দখল ঠেকাতে নদীতে সীমানা পিলার : নৌমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, নদী দখল করে গড়ে তোলা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সরিয়ে নিতে অন্য জায়গায় সেসব প্রতিষ্ঠানকে জমি দেবে সরকার। আর দখল ঠেকাতে জরিপ চালিয়ে সারা দেশে নদীর সীমানা পিলার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এ-সংক্রান্ত টাস্কফোর্স। গতকাল সচিবালয়ে নৌপরিবহনমন্ত্রীর সভাপতিত্বে নদীর দূষণ রোধ ও নাব্য বৃদ্ধিসংক্রান্ত টাস্কফোর্সের ৩৬তম সভায় এসব সিদ্ধান্ত হয়।

সভায় উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফসহ বিভিন্ন মন্ত্রণালের কর্মকর্তারা। সভা শেষে নৌপরিবহনমন্ত্রী বলেন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মসজিদ, মাদ্রাসা, মন্দির এমনকি একটি দরবার শরিফও নদীর মধ্যে জায়গা দখল করে প্রতিষ্ঠিত হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর