Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
এবারের বাণিজ্য মেলায় থাকছে সুন্দরবনের আদলে পার্ক এবারের বাণিজ্য মেলায় থাকছে সুন্দরবনের আদলে পার্ক

এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আকর্ষণ বাড়াতে ও নান্দনিক আবহ তৈরি করতে থাকছে সুন্দরবনের আদলে একটি পার্ক। যাতে থাকবে বিভিন্ন প্রজাতির মাছ ও নানা বর্ণের পাখি; পরিচিতির জন্য পৃথক ফিশ ও বার্ড অ্যাকোরিয়াম। ১ জানুয়ারি পর্দা উঠবে ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেলার কাজ অনেকটাই শেষের পথে। মেলায় বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ১৭টি দেশ। এর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, তুরস্ক, সিঙ্গাপুর, মরিশাস, ভিয়েতনাম, ভুটান, মালদ্বীপ, নেপাল ও হংকং। বসবে ৫৪০টি স্টল। গত বছরের মেলায় অংশ নিয়েছিল ৫৮৪টি প্রতিষ্ঠান। সূত্র জানায়, এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল ফটকের নকশায় পরিবর্তন আনা হয়েছে। এটি সাজানো হচ্ছে ঢাকা গেটের আদলে। এখানে দূর থেকে দেখা যাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। গত…

সর্বশেষ খবর