রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

খুলনায় আন্দোলনে অভিভাবকরা

সরকারি স্কুলে ভর্তি : ২২ ঘণ্টার ব্যবধানে নতুন তালিকা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার সাত সরকারি স্কুলে ভর্তি পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে আন্দোলনে নেমেছেন অভিভাবকরা। ভর্তি পরীক্ষায় আগের ঘোষিত ফল বহাল রাখা, দুর্নীতিবাজদের শাস্তি প্রদান ও চলমান ভর্তি পদ্ধতি বাতিলের দাবি জানানো হয়েছে। গতকাল বিকালে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি আদায়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মো. সেলিম হোসেন। এ সময় শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন। এর ২২ ঘণ্টা আগে শুক্রবার রাতে স্থগিত করা স্কুলগুলোর তৃতীয় ও ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষার দ্বিতীয় দফা ফলাফল ঘোষণা করে ভর্তি কমিটি। খুলনা জেলা প্রশাসক আমিন-উল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের সময় ছয়টি স্কুলের ফলাফলে গরমিল ধরা পড়ে। এ কারণে আগের ঘোষিত ফলাফল স্থগিত করে নতুন ফলাফল প্রকাশ করা হলো। জানা যায়, ১৯ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিত খুলনা মহানগরীর সাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় ও ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার প্রকাশিত হয়। এরপর ফলাফলে ত্রুটি ধরা পড়ায় এদিন মধ্যরাতে ভর্তি কমিটির এক বিজ্ঞপ্তিতে ঘোষিত ফলাফল স্থগিত করা হয়। সংবাদ সম্মেলনে আজ বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি, স্মারকলিপি প্রদান ও আদালতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর