রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

এসিআই ফার্টিলাইজারের এনপিকেএস সারের বাজারজাত শুরু

নিজস্ব প্রতিবেদক

কৃষি জমিতে সুষম মাত্রায় সারের ব্যবহার বাড়াতে এনপিকেএস সার ‘রত্ন’-এর বাজারজাত শুরু করেছে এসিআই ফার্টিলাইজার। প্রতি বছর গাজীপুরের মাওনায় স্থাপিত কারখানায় উত্পাদিত ৬০ হাজার টন সার বিপণন করবে এসিআই। কৃষকদের মধ্যে জনপ্রিয়তা পেলে সামনের দিনগুলোয় এটির উত্পাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে এসিআইয়ের। এ বিষয়ে এসিআই এগ্রিবিজনেসেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এফ এইচ আনসারী বলেন, দেশের অন্যান্য স্থানে মিশ্র সার ‘রত্ন’ উত্পাদনের জন্য কারখানা করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর