বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রামে শ্রমিক দ্বন্দ্বে টেম্পো ধর্মঘট, চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পরিবহন শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে ডাকা অটো টেম্পোর ধর্মঘটের কারণে গতকাল দিনভর নগর ও জেলায় টেম্পো চলাচল বন্ধ থাকে। এর খেসারত দিতে হচ্ছে সাধারণ যাত্রীদের। জানা যায়, সীতাকুণ্ড অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন ও চট্টগ্রাম জেলা অটোরিকশা অটোটেম্পো শ্রমিক লীগের মধ্যে দীর্ঘদিন ধরে একই রুটে টেম্পো চলাচল নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে গত মঙ্গলবার নগরীর হালিশহর বৌবাজারে হামলার শিকার হন চট্টগ্রাম সীতাকুণ্ড অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাসান। আহত হন আরও একজন শ্রমিক। দুই শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে গতকাল বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ধর্মঘট পালন করে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মৃণাল চৌধুরী বলেন, চট্টগ্রাম নগর ও জেলায় সকাল-সন্ধ্যা অটোটেম্পো ধর্মঘট পালিত হয়। আজও বৃহত্তর চট্টগ্রাম সকাল-সন্ধ্যা যাত্রীবাহী পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। অভ্যন্তরীণ দ্বন্দ্বের খেসারত যাত্রীদের দিতে হচ্ছে কেন এমন প্রসঙ্গে তিনি বলেন, ধর্মঘট ছাড়া কোনো কর্মসূচি সফল হয় না। তাই এটি আমরা পালন করছি।’

 

সর্বশেষ খবর