শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ওরা বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্যাতন চালায়

এক বাংলাদেশির ভয়াবহ বর্ণনা

লালমনিরহাট প্রতিনিধি

এক বাংলাদেশি যুবক ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়ে নির্মম নির্যাতনের বর্ণনা দিয়েছেন। আজম আলী (২২) নামের এই যুবক বুড়িমারী ইউনিয়নের উফারমারা এলাকার নজরুল ইসলামের  ছেলে। নির্যাতনের এক পর্যায়ে তিনি পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। এই যুবক গতকাল সকালে জানিয়েছেন, গত বুধবার দিনগত গভীর রাতে তিনিসহ কয়েকজন বাংলাদেশি রাখাল ভারতীয় গরু পারাপারকারী রাখালদের সহযোগিতায় বুড়িমারী ইউনিয়নের মাস্টারের বাড়ি সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাবপিলার এলাকা দিয়ে ধরলা নদী পথে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে গরু নিয়ে ফেরার পথে তারা গতকাল ভোর ৪টার দিকে ভারতীয় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহল দলের হাতে ধরা পড়েন। এ সময় বিএসএফের টহল দলের সদস্যরা তাদেরকে ক্যাম্পে নিয়ে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্যাতন চালায়। এর এক পর্যায়ে তিনি বিএসএফের হাত থেকে পালিয়ে প্রাণ বাঁচান। এপারে ঢুকে তিনি পাটগ্রাম উপজেলা হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। পাটগ্রাম উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রফিকুল ইসলাম বলেন, আজম হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তার শরীর বিভিন্ন স্থানে বেয়োনেটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ বিষয়ে রংপুর বিজিবি-৬১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মুনিরুজ্জামান বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদপত্র দিয়ে পতাকা  বৈঠকের পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

বিএসএফের হাতে আরেকজন : অপরদিকে গতকাল আবদুল লতিফ (৩৫) নামে আরেক বাংলাদেশিকে ভারতীয়  কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের সদস্যরা ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। লতিফ নওগাঁর আত্রাই উপজেলার আত্রাই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর