শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
সেমিনারে বক্তারা

এসএমই হতে পারে কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর শক্তি

নিজস্ব প্রতিবেদক

সরকার ও অন্যান্য পর্যায় থেকে নানা উদ্যোগ সত্ত্বেও উৎপাদন ও বাজারজাত পর্যায়ে বিরাজমান বিভিন্ন সমস্যার কারণে অর্থনীতিতে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারছে না ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত। এসব সমস্যা সমাধানে বৃহৎ আঙ্গিকে উদ্যোগ নেওয়া গেলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই একটি কার্যকর শক্তি হয়ে উঠতে পারে।

যুক্তরাষ্ট্রভিত্তিক উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন্স ফর পোভার্টি অ্যাকশন (আইপিএ) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন কর্মসূচির যৌথ উদ্যোগে গতকাল রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত সেমিনারে বক্তারা এ কথা বলেন। ‘বাংলাদেশে এসএমই উন্নয়নে প্রামাণ্য সংলাপ’ শীর্ষক সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক অতনু রাব্বানী ও যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক পাওলা লোপেয পেনা দুটি পৃথক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

 বক্তারা বলেন, এসএমই খাতের উন্নয়নে কার্যকর গবেষণা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর